না। তবে মিষ্টি মানে তো চিনি, আর চিনি হলো শর্করা। তাই বেশী মিষ্টি খাওয়া মানে বেশী শর্করা খাওয়া এবং বেশী শর্করা খেয়ে ঠিকমত হাঁটাহাঁটি বা ব্যায়াম না করলে শরীরের ওজন বেড়ে গিয়ে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। শরীর খুব মোটা হলে অগ্ন্যাশয়ের ওপর প্রচন্ড চাপ পড়ে। ফলে বিটা কোষগুলোকে বেশী বেশী কাজ করতে হয় এবং একসময় দুর্বল হয়ে যায়। পরিণামে অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণের ক্ষমতা কমে যায় এবং ডায়াবেটিস দেখা দেয়।