স্ট্রোক হলে -এর লক্ষণ নির্ভর করে মস্তিষ্কের কোন অংশে স্ট্রোক হয়েছে তার ওপর। তবে সাধারণত নিম্নের লক্ষণগুলো হঠাৎ করে হতে দেখা যায় –
১) শরীরের একদিক দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায়।
২) শরীরের কোনো একদিক নাড়াতে পারা যায় না।
৩) দুই চোখে বা এক চোখে কম দেখা যায়।
৪) প্রচন্ড মাথা ব্যথা, ঘাড় ব্যথা, দুই চোখের মাঝখানে ব্যথা হয়।
৫) মুখ একদিকে বেঁকে যায়।
৬) খাবার গিলতে অসুবিধা হয়।
৭) হাঁটতে অসুবিধা হয় কিংবা হাঁটতে গিয়ে ভারসাম্য ঠিক রাখা যায় না।
৮) মাথা ঝিমঝিম করে।
৯) বমি হয়।
১০) কথা বলতে অসুবিধা হয় বা কথা জড়িয়ে আসে এবং কথা অস্পষ্ট শোনায়।
১১) কোন কিছু বুঝতে অসুবিধা হয়।