হেপাটাইটিস ‘A’ হল লিভারের একটি অসুখ যা হেপাটাইটিস ‘A’ ভাইরাস থেকে হয়। সাধারণভাবে এই রোগকে জন্ডিস বলে।

হেপাটাইটিস ‘A’ একটি পানি ও খাদ্যবাহিত রোগ। আক্রান্ত রোগীর পায়খানার মাধ্যমে হেপাটাইটিস ‘A’ ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির পায়খানা যদি খাদ্য, দুধ ও পানির সংস্পর্শে আসে তাহলে এগুলো দূষিত হয়। এছাড়া মাছি এবং তেলাপোকার মাধ্যমেও পায়খানা থেকে হেপাটাইটিস ‘A’ ভাইরাস খাবারে মিশে যেতে পারে। পরবর্তীতে কোন ব্যক্তি এই দূষিত খাবার খেলে কিংবা দুধ ও পানি পান করলে হেপাটাইটিস ‘A’ ভাইরাস তার শরীরে প্রবেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =