কিডনি রোগের লক্ষণসসমূহঃ- কিডনি রোগের সবচেয়ে বড় সমস্যা হল, প্রথম দিকে এ রোগের কোন লক্ষণ বা উপসর্গ থাকে না। কিন্তু যখন উপসর্গ ধরা পড়ে ততক্ষণে কিডনির ৭০ ভাগই বিকল হয়ে পড়ে। এরপর আর তেমন কিছু করার থাকে না। তবে বিশেষজ্ঞদের মতে, খুব সাধারণভাবে কিডনি রোগের লক্ষণগুলো হল –

১) খাবারে অরুচি বা ক্ষুধামন্দা।

২) বমি বমি ভাব অথবা বমি হওয়া।

৩) অল্পতে হাঁপিয়ে যাওয়া।

৪) ঘন ঘন প্রস্রাব হওয়া।

৫) প্রস্রাবের সময় জ্বালা-পোড়া, যন্ত্রণা হওয়া।

৬) গাঢ় বর্ণের প্রস্রাব হওয়া, প্রস্রাব কম হওয়া।

৭) মেরুদন্ডের দুই পার্শ্বে কিডনির অবস্থানের জায়গায় ব্যথা হওয়া।

৮) পর্যাপ্ত ঘুম না হওয়া।

৯) সারা শরীরে চুলকানি হওয়া।

১০) মুখমন্ডল, হাত-পা এমনকি সারা শরীর ফুলে যাওয়া।

আবারও উল্লেখ্য, এ লক্ষণগুলোই কিডনি রোগের চূড়ান্ত লক্ষণ নয়। কেননা বর্ণিত এ লক্ষণগুলোর কিডনি রোগ ছাড়াও অন্য অনেক কারণ রয়েছে। আবার কিডনি রোগের প্রকারভেদ অনুসারে কিডনি রোগের লক্ষণগুলোরও হেরফের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =